প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৩:৪৪

পাঁচবিবিতে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের “ছাত্র কৃষক কর্ণার” এর উদ্বোধন

উপজেলা সংবাদদাতা, পাঁচবিবি, জয়পুরহাটঃ
পাঁচবিবিতে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের  “ছাত্র কৃষক কর্ণার” এর উদ্বোধন

বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে সবজি বাজার চালু করেছে। আজ শুক্রবার সকালে এ বাজারের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচবিবি প্রতিনিধি আলিফ মন্ডল, আল আমিন ফকির, রাফিউল ইসলাম, রতন হোসেন, নাহিদ হাসান প্রমুখ। এসময় জেলা প্রশাসক বলেন, বাজারে যে সিন্ডিকেট আছে তাদের প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি এর মাধ্যমে ক্রেতা ও কৃষক ন্যায্য মূল্য পাবে।

উপরে