রাণীনগরে ইউএনও’র পরিচয়ে টাকা দাবি
নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে বিভিন্ন মুক্তিযোদ্ধার কাছে ফোন করে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে দুইজন প্রতারক চক্র। গত কয়েকদিন থেকে উপজেলায় এমন ঘটনা ঘটছে। শুক্রবার বিষয়টি জানতে পারেন ইউএনও। এরপর প্রতারক চক্রের বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে “ইউএনও রাণীনগর” অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেন তিনি।
রাণীনগরের ইউএনও মোহাইমেনা শারমীন বলেন, শুক্রবার সকালে উপজেলার একজন মুক্তিযোদ্ধার ছেলে ফোনে জানায় ইউএনও এবং সোনালী ব্যাংকের ম্যানেজার পরিচয়ে তার বাবার কাছে মুঠোফোনে ফোন করে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছেন। সেই টাকা বিকাশের মাধ্যমে শুক্রবারই দিতে বলেছে। আমি বিষয়টি জানার পর ওই নম্বরটি চেক করে দেখি ফোন নম্বরটি ইউএনও ও ব্যাংক ম্যানেজারের না, প্রতারকের নম্বর।
ইউএনও আরও বলেন, আরেক মাধ্যমে জানতে পারি একই প্রলোভন দেখিয়ে উপজেলার আরেকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারক চক্র ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারনার শিকার মুক্তিযোদ্ধাকে পুলিশের কাছে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি। এছাড়া আমি নিজে থানার ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ইউএনও স্যার ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।