প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:১৭

কাউনিয়ায় দৈনিক সকালের বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
কাউনিয়ায় দৈনিক সকালের বানী পত্রিকার  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্যাতিক্রম   আয়োজনের মধ্য দিয়ে  কাউনিয়ায় রংপুর   বিভাগীয় শহর থেকে প্রকাশিত বহুল প্রচারিত সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বানী পত্রিকার সাফল্যের ১ বছর ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচানা সভা  অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বাদ জুম্মা উপজেলার  শহীদবাগ ইউনিয়নের  মা আমেনা মাদ্রাসায়   অনলাইন প্রেসক্লাব  সভাপতি  মো: মিজানুর রহমানের সভাপতিত্বে  ও  দৈনিক কালবেলা  উপজেলা প্রতিনিধি   জাহিদুল ইসলাম  জসিমের সঞ্চালনায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  জামিনুর রহমান।এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শহীদবাগ ইউনিয়ন  জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির সহকারী অধ্যাপক মাও, এমদাদুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  আজিজুল ইসলাম ,রিপোর্টাস ইউনিটির উপদেষ্টা  মনিরুল ইসলাম মিন্টু, বিজয়  ফুড প্রডাক্টস এর  পরিচালক  মজিদুল ইসলাম,মিফতাহুল ফুড প্রডাক্টস  এর পরিচালক  মফিজুল ইসলাম , ডাচ বাংলা  এজেন্ট ব্যাংকিং  এর  পরিচালক  আখতারুল ইসলাম  জাদু সহ কাউনিয়ায় কর্মরত  বিভিন্ন ইলেকট্রনিক্স ও  প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, সকালের বাণী রংপুর বিভাগের প্রান্তিক খবরের পাশাপাশি  কাউনিয়া উপজেলার কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরছে  এছাড়া  অবহেলিত মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ প্রচারে ও নির্ভীক সাংবাদিকতা চর্চায় “দৈনিক সকালের বাণী”র ভূমিকা প্রশংসার দাবিদার। রংপুর থেকে প্রকাশিত এই পত্রিকায় কাউনিয়া উপজেলা   প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, তিনি এই প্রশংসা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তারা।- খবর বিজ্ঞপ্তির
উপরে