প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:৪৪

সৈয়দপুরে ব্যবসায়ীর, নিজ ভাই ও ভাতিজার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠেছে

মোঃ মাইনুল হক, নীলফামারীঃ
সৈয়দপুরে ব্যবসায়ীর, নিজ ভাই ও ভাতিজার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠেছে
নীলফামারীর সৈয়দপুরে নিজ ভাই ও ভাতিজা কর্তৃক দোকান দখল,মালামাল ও টাকা লুট, ভাংচুর, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ী মো.নাদিম আক্তার (৫০)। ৭ নভেম্বর রাতে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি ওই অভিযোগ করেন। 
লিখিত বক্তব্যে তিনি বলেন,শহরের শহীদ ডা. সামছুল হক রোডের মনিহারি পট্টি রেলওয়ে মার্কেটের ভিতরে আমার একটি দোকান আছে।   দীর্ঘদিন ধরে আমি ওই দোকানে ব্যবসা করে আসছি। বর্তমানে আমি আমার পরিবারবর্গ নিয়ে রংপুরে বসবাস করায় গত ৫ আগস্ট দোকানঘর তালাবদ্ধ করে আমি রংপুরে যাই।
রংপুরে অবস্থানকালে গত ১৫ আগস্ট অনুমান রাত ৮ টার সময় সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর এলাকায় বসবাসকারী আমার ভাই মৃত হালিম আকতারের ছেলে মো. সুজাউদ্দিন আক্তার সিজন (২১), মো. রেজাউল আক্তার রেজা (২৭), মো. শাহাজাহান আক্তার (২৩), এবং ছোট ভাই মো. সেলিম আক্তার কালু (৫৫) দোকানটি জোর পূর্বক দখল করে নেয়। 
ওইদিন তারাসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জন দলবদ্ধ হয়ে হাতে লোহার রড,সাবল,বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সন্ত্রে সজ্জিত হয়ে আমার দোকানের সাটারের চারটি তালা ভেঙ্গে দোকান ঘরে ঢোকে। দোকানে থাকা বিভিন্ন ধরনের ফুলদানিসহ ঘর সাজানো শো-পিস আনুমানিক ৬ লাখ টাকার মালামাল বস্তায় ভরে নিয়ে যায়।
এই ঘটনায় আমি সৈয়দপুর থানায় তাদের নামে এজাহার দায়ের করি। এজাহার দায়েরের পর আমি আমার দোকানের সামনে গেলে আসামীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে, চাঁদা না দিয়া দোকানের সামনে আসলে মারপিটসহ খুন,জখম করবে। সাথে দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য হুমকি-ধামকিসহ ভয়-ভীতি প্রদান করে। 
আসামীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় আমি নিরাপত্তা শঙ্কায় ভুগছি। আমি আমার ব্যবসায়িক দোকানঘরটি ফিরে পাওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাহায্য প্রার্থনা করছি। 
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে, 
উপরে