প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৪:৪৭

বগুড়া জেলা তৃণমূল দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা তৃণমূল দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া তৃণমূল দল কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা। ছবি- বিজ্ঞপ্তির

বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া তৃণমূল দল কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা। তিনি বলেন, 'ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের ভার দেয়া হয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। 'তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বগুড়ায় জাতীয়তাবাদী তৃণমূল দল এগিয়ে যাচ্ছে। আগামীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বগুড়ায় এনে বিশাল মহাবেশ করার কথাও বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল দলনেতা আজম আলী, ভোলা, জহির হোসেন, মাসুদ, শহিদুল ইসলাম,  সদর উপজেলা তৃণমুল দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কালু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, আব্দুস সোবাহান, জিল্লুর রহমান, আতাউর রহমান, দুলু মিয়া, আফজাল হোসেন, মোকাম্মেল হোসেন, জাফর আলী, মহিলা নেত্রী চৈতি বেগম, লোকমান আলী, টুকু মিয়া, আব্দুস ছালাম, খোরশেদ আলী, আলী হোসেন, দুলাল মিয়া, মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ। - খবর বিজ্ঞপ্তির

উপরে