প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৫:০১

সোনাতলায় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, সোনাতলা, বগুড়াঃ
সোনাতলায় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনাতলা থানা পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে। তারা এফসি-৪ এ্যাপাসি মোটরসাইকেল যোগে ২৫০ বোতল ফেন্সিডিল নিয়ে বগুড়ার মোকামতলা হয়ে সোনাতলার দিকে যাচ্ছিল। এ বিষয়ে র‌্যাবের একটি দল তাদেরকে ধরার জন্য পিছু ছোটে। এদিকে সোনাতলা থানার পুলিশ সংবাদ পেলে থানার এসআই শাহ আলমসহ কয়েকজন ফোর্স স্থানীয় শরিফ উদ্দিন রেলগেট হয়ে বালুয়াহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রেলগেট এলাকায় মুখোমুখি হলে রাত ১টার দিকে পুলিশ ২৫০ বোতল ফেন্সিডিল ও এ্যাপাসি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ৩ ব্যক্তি হলো কিশোরগঞ্জ উপজেলার গেরাগ্রামের অহিদুল ইসলামের ছেলে সুমন সরকার জিয়া (৩৭) ও ফারুক হোসেন (৪০) এবং দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলার ভররা গ্রামের পোবাদ আলীর ছেলে রওশন তারেক (৩৫)। এ ব্যাপারে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সোনাতলা থানার অফিসার মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত হয়েছেন।

উপরে