প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৫:০৯

২০২৫ সালের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে- নাটোরে দুলু

নাটোর জেলা সংবাদদাতাঃ
২০২৫ সালের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে- নাটোরে দুলু

বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী নাটোরের গণমানুষের নেতা এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর অগণতান্ত্রিকভাবে বিনা ভোটে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষকে খুন করে, লুটপাট করে, ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

এসবের শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। 
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি  নেতা-কর্মীদের হুশিয়ার করে বলেন, নাটোরে আ'লীগ সন্ত্রাস, চাঁদাবাজি, ও হত্যার রাজনীতি করেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন সুবিধা নিতে বিএনপিতে ঢুকার চেষ্টা করছে। কোন আ'লীগকে দলের কেউ যদি জায়গা জরে দেয় তাহলে দলীয়ভাবে কঠোর শাস্তি দেয়া হবে। 
দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।
বিএনপি নেতা মোন্তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। 
উপরে