প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ০১:০৯

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলনে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি

উপজেলা সংবাদদাতা, বীরগঞ্জ, দিনাজপুরঃ
বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলনে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি
দিনাজপুরের বীরগঞ্জে লাউ চাষ করে সাফল্য অর্জন করেছেন চাষিরা। উপজেলার কয়েকটি  ইউনিয়নের গ্রামে লাউ চাষ বেড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নিবিড় পরিচর্যার করায় প্রতিটি গাছের ডগায় লাউ ধরেছে। এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই অনেক কম ও ফলনও ভালো হয়।
চাষিরা বলেন, কীটনাশক ছাড়া চাষ করে এলাকায় সফল লাউ চাষি হিসেবে পরিচিতি পেয়েছে। লাউয়ের বাম্পার ফলন হয়েছে এবং ব্যাপক লাভবান হচ্ছে কৃষকেরা। স্বল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে খুশি চাষিরা। এ উপজেলার লাউ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
উপজেলার কবিরাজ হাট এলাকার রশিদুল ইসলাম জানান, সফল লাউ চাষি হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছে এলাকায়। এই মৌসুমে এক বিঘা জমিতে লাউয়ের চাষ করে, প্রথম বার প্রায় ৫০০টি লাউ বাজারে বিক্রি করেছি।  প্রতিটি ৩০-৩৫ টাকায়, এতে ১৭ হাজার ৫ শত টাকা পেয়েছি। জমিতে আরও প্রায় ২০ হাজার টাকার লাউ আছে।
একই গ্রামের শচিন চন্দ্র রায় জানান, এবার ৭০  শতাংশ জমিতে লাউয়ের চাষ করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা আয় করেছি।
উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের বাসিন্দা লাউ চাষি হাসিফুল ইসলাম জানান, ১৫ শতক জমিতে লাউ চাষ করে ৮৫ হাজার টাকার লাউ বিক্রি করেছি। বর্তমানে লাউয়ের গাছ তরতাজা আছে। সেখান থেকে অনেক টাকার লাউ বিক্রি করতে পারব। ১ বিঘা জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ করে প্রায় লক্ষাধিক টাকা আয় করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, লাউ চাষ করে, ফলন পাচ্ছি সেইসঙ্গে বাজারে দামও পেয়েছি।
কবিরাজ হাটের পাইকারী ব্যবসায়ী সাহেব আলী বলেন, বীরগঞ্জের উৎপাদিত লাউ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে। বর্তমানে উৎপাদিত লাউ নারায়নগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, মাদারীপুর, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় শীতকালীন সবজি লাউ চাষে এবছর ৯০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অর্জিত হয়েছে
৭৫ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলার মাটিতে লাউ চাষের জন্য উপযোগী। লাউ চাষ লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষে আগ্রহ বাড়ছে। বছরের সব সময় অর্থাৎ বার মাসেই লাউয়ের চাষ করা যায়।
উপরে