প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ ০৮:৫৭

পাঁচবিবিতে চোরাই গরুসহ চোর হাতেনাতে গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, পাঁচবিবি, জয়পুরহাটঃ
পাঁচবিবিতে চোরাই গরুসহ চোর হাতেনাতে গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গরুসহ চোরকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে। গ্রেফতার চোর জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে আলম হোসেন (৪৮)। জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলা কেশবপুর গ্রামের মোঃ দুদু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম প্রতিদিনের ন্যায় তার গৃহপালিত গরুটি কড়িয়া-বড়মানিক রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে বাড়িতে যায়। দুপুরের সময় মাঠে লোকজন কম থাকার সুযোগে লাল রংয়ের দেশী জাতের গাভীটি চুরি নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গরুসহ চোরকে বড়মানিক এলাকায় ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই গরুসহ চোরকে পাঁচবিবি থানা হেফাজতে নেয়। পরে গরু চুরির অপরাধে আলমের বিরুদ্ধে ৩৭৯/৪১১ ধারায় মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। 
জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট সহ আশে-পাশের বিভিন্ন থানায় আলমের বিরুদ্ধে ১২’টি চুরি মামলা সহ মোট ১৮’টি মামলা আছে।

 

উপরে