প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ ০৯:৫৯

গাবতলীতে সরকারী ৫৬বস্তা চাল উদ্ধার।। থানায় মামলা

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে সরকারী ৫৬বস্তা  চাল উদ্ধার।। থানায় মামলা
বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজি দরের উদ্ধারকৃত ৫৬বস্তা চাল। ছবি- উপজেলা সংবাদদাতা

বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজি দরের ৫৬বস্তা চাল উদ্ধারের পর অবৈধ মজুতদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ আবু স¤্রাট খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 
জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামস্থ জনৈক মুঞ্জুর অব্যবহৃত গ্যারেজ থেকে গত ১১নভেম্বর খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৫৬বস্তা ১৬৮০কেজি চাল অবৈধভাবে কালো বাজারের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে। গোপন সংবাদ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ আবু স¤্রাট খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন। জব্দকৃত চালগুলো কদমতলী উত্তরপাড়া গ্রামের খলিলের ছেলে আসাদুল (৩৫)সহ বেশ কয়েকজন মজুদ করেছিল। তবে জব্দকৃত চাল বিষয়ে গ্যারেজ মালিক মুঞ্জু বলেন, গ্যারেজটি আমার হলেও তা দেখা শোনা করে আসাদুল নামের একটি ছেলে। চালগুলো আমার অজান্তেই আসাদুল মজুদ করেছে। অবৈধ পন্থায় সরকারী চাল নিজ হেফাজতে কালো বাজারীর মাধ্যমে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ আবু স¤্রাট খান বাদী হয়ে আসাদুলকে ১নং অভিযুক্ত করে আরো ৫/৬জন অজ্ঞাত বলে গত ১২নভেম্বর রাতে একটি মামলা দায়ের করেছেন।  

 

উপরে