প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪ ১০:১৮
নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ -বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
নাটোর জেলা সংবাদদাতাঃ
শিশু শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি সহ যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে অভিভাবক ও শিক্ষার্থীরা। ১৩ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার নাটোর -ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে।
অবরোধকারীরা জানান, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাশরুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন হয়রানি করেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে প্রায় একঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন।
এসময় মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে যায়। পরে প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসলে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক অহিদ মৃধা কোন প্রতিমত ব্যক্ত করেন নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।