রংপুরে ক্ষতিপূরণের দাবিতে বৈরাগীগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর লিমিটেডের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় রংপুর ডিসি অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয়রা বলেন, "শব্দ দূষণ, বায়ুদূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
বিক্ষুব্ধ এলাকাবাসী দাবি করেন, বিদ্যুৎ কেন্দ্রের কারণে যেসব আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসবের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তারা আরও জানান, বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং বিদ্যুৎ কেন্দ্রের অবশিষ্টাংশ বা স্লাজ বিক্রয়ে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, "আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়ে আছি। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তবে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল বলেন, “বিষয়টি আমি খতিয়ে দেখব।”
এদিকে, কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।