প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০০:৫৫

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের সুলতানপুর মহল্লায় প্রকাশ্য এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই মহল্লার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে দীর্ঘদিন যাবত দ্ব›দ্ব ছিলো নজরুল ইসলামের। বুধবার সকালে ওই জমির বেশ কয়েকটি আম গাছ কাটাকে কেন্দ্র করে মান্নান ও নজরুলের পরিবারের মাঝে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায় মান্নান। এরপর গুরুত্বর জখম অবস্থ্যায় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়।

এ খবর পাওয়ার পর সকালেই পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
এবিষয়ে জানতে চাইলে ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

উপরে