প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০১:০৫

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরের দাবিতে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও:
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরের দাবিতে মানববন্ধন

তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার উপশহর নেকমরদ চৌরাস্তায় শুভ শক্তি ইউনিটির পৃষ্ঠপোষকতায় তিন শতাধিক ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব অনেক বেশি। নেকমরদসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় দেড় লাখেরও বেশি মানুষকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়, যার ফলে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হন। বিশেষত, গরিব, অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের জন্য এটি বড় একটি সমস্যা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরও বলেন, নেকমরদে যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি রয়েছে, সেটি অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত। এখানে জরুরি বিভাগ কিংবা কোনো ভালো ডাক্তার নেই। তাই, স্থানীয় জনগণের ভোগান্তি কমানোর জন্য তারা নেকমরদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীতকরণ এবং একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শুভ শক্তি ইউনিটের প্রধান সুপ্রিম কোর্টের এডভোকেট মেহেদী হাসান, জামায়াতের শাহাজালাল জুয়েল, বিএনপির আব্দুস সালাম, শিক্ষক রাজিউর রহমান রাজু, কাওসার আহমেদ, সাংবাদিক ইসমাম আহমেদ প্রমুখ।

উপরে