প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০১:২০

আদমদীঘিতে ট্রেনের বগিতে মিলল ১১০ বোতল ফেনসিডিল, দুই নারী গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে ট্রেনের বগিতে মিলল ১১০ বোতল ফেনসিডিল, দুই নারী গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট বিহারী ক্যাম্প এলাকার আজাদের স্ত্রী গুরিয়া পারভিন (৪৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালিবাড়ী এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম (৩৫)।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল যে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে মাদকের চালান আসছে। এর ভিত্তিতে পুলিশ তৎপর হয়। দুপুরে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে, ট্রেনের ‘ড’ নম্বর বগি থেকে যাত্রী বেশে থাকা দুই নারীর ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি শেষে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদককারবারিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

উপরে