প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪ ০২:৫৯
নাটোরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু
নাটোর জেলা সংবাদদাতাঃ
এন্টিবায়োটিকের অপব্যাবহার রোধ করার লক্ষ্যে নাটোর জেলায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার(২১ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি ডা.মোঃ রুহুল আমিন আল ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মাহবুবুর রহমান,প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষক কর্মকর্তা ডা. আবু তালেব প্রমুখ।
এন্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময় " এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সভা বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যাবহার বিশ্বব্যাপী ১০ টি শীর্ষ স্বাস্থ্য হুমকীর অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যাবহারের ফলে ৫০ লক্ষ মানুষ মারা যাচ্ছে। গবাদিপশু ও কৃষিতেও এর নেতিবাচক প্রভাব কাজ করছে। তাই এন্টিবায়োটিকের অপব্যাবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এই লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও কৃষি, মৎস এবং প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।