প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪ ০০:৫৫

ফ্যাসিবাদী পন্থায় ক্ষমতা ধরে রাখতে আ'গীগ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল -নাটোরে জামাত আমীর

নাটোর জেলা সংবাদদাতাঃ
ফ্যাসিবাদী পন্থায় ক্ষমতা ধরে রাখতে আ'গীগ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল -নাটোরে জামাত আমীর
২৮ অক্টোবর লগিবৈঠা হত্যাকান্ড ও পাতানো নির্বাচনের মাধ্যমে চৌদ্দ দলীয় ফ্যাসিবাদের উত্থান হয়। ক্ষমতায় এসেই কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে পাতানো রায়ে বাতিল করে। ১৫৭ জন চৌকস বিডিআর অফিসারকে হত্যা করেছে। সাংবাদিক দম্পতি সাগর -রুনির মামলার তদন্ত ১২২ বার পিছিয়েছ। ৫ ই মে শাপলা চত্তরে রাতের আধারে নির্মমভাবে আলেমদেরকে হত্যা করেছে। 
সোমবার(২৫ নভেম্বর) বিকেলে নাটোর শহর শাখার ৩ নং 
ওয়ার্ড আমীর সুজা-উদ- দৌলার সভাপতিত্বে ও শহর ওলামা আমীর হাফেজ মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় বৈসম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের দোয়া ও আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। ডামি নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে গণতন্ক্র বা নির্বাচন ব্যবস্থাকে পুরোপরি ধ্বংশ করে দিয়েছে।
জেলা আমীর আরো বলেন, মুক্তিযোদ্ধার নামে ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। 
তিনি আরো বলেন, দীর্ঘ পনেরো বছরে সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামী। এরপরও ২০২৪ এর সকল শহীদ পরিবারকে নগদ ২ লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাড়িয়েছে। একারনে জামায়াতে ইসলামীই আগামীর দেশ পরিচালনার একমাত্র দাবিদার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত (নাটোর- নলডাঙ্গ-২) সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামায়াতের সহকারী প্রচার সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মোঃ রাশেদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফজলুর রহমান, শহর সেক্রেটারী অধ্যাপক আলী আল মাসুদ মিলন, এ্যাড. আলমগীর হোসেন।
বক্তারা সবাই বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকে জান্নাতের উচ্চ মাকাম ও আহতদের দ্রুত সুস্হ্যতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের শহর সভাপতি মোঃ ইসাহাক আলী, অধ্যাপক লালচান, শিক্ষক নওশেদ আলীসহ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপরে