প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪ ০১:০৪

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত

জালাল উদ্দিন, রংপুরঃ
রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক গঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়। এতে জেলা কমিটিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাঃ আসফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী রিফাত হাসানকে মূখ্য সংগঠক ও সিটি কলেজের ইয়াসির আরাফাতকে মুখপাত্র করা হয়েছে।  অপরদিকে মহানগর কমিটিতে ইউল্যাবের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। এতে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আলী মিলনকে মূখ্য সংগঠক ও রংপুর ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকারকে মূখপাত্র করা হয়েছে। উভয় কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

উপরে