প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪ ০১:৩৯

র‌্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জ একটি সফল অভিযানে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে ফেনসিডিল পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায়, ২৬ নভেম্বর রাত ১টা ৫৫ মিনিটে হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন (২২), পিতা মোঃ লাভলু মিয়া, গ্রাম বাগভান্ডার, থানা ভরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম। তিনি পেশায় বাসের সুপারভাইজার হলেও দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়, যা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত হত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ ধরনের কার্যক্রম মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। - খবর বিজ্ঞপ্তির

উপরে