ফুলবাড়ীতে স্বামীর ক্রয়কৃত সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর ক্রয়কৃত সম্পত্তি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ বিউটি আক্তার। তিনি অভিযোগ করেছেন, তার স্বামীর ক্রয়কৃত জমি প্রতিপক্ষরা জবরদখল করে রেখেছে। গতকাল (২৬ নভেম্বর) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোছাঃ বিউটি আক্তার বলেন, তার স্বামী মৃত মহসিন আলী সরকার কুয়েতে চাকরিরত অবস্থায় ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ০৫নং ওয়ার্ডের মধ্যগৌরীপাড়ায় ৮ শতক জমি দলিলমূলে ক্রয় করেন।
বিউটি আক্তার আরো বলেন, "আমার বিবাহের পর স্বামী আমাকে কুয়েতে নিয়ে যান এবং সেখানে থাকাকালে আমার এক ছেলে ও এক মেয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন।" তিনি অভিযোগ করেন, মধ্যগৌরীপাড়া গ্রামের শমসের মন্ডলের ছেলে মোঃ মোবারক হোসেন, ননদ মোছাঃ লিপি, দেবর মোঃ মামুন এবং ননদের স্বামী মোঃ মোশারফ হোসেন গংরা তার স্বামীর জমি জবরদখল করে রেখেছেন।
তিনি বলেন, "জমি উদ্ধার কল্পে গত অক্টোবর মাসের ২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। ১৯ নভেম্বর ২০২৪ তারিখে জমি মাপযোগের তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু ২৬ নভেম্বর জমি মাপার দিনও প্রতিপক্ষরা বাধা দেয়।" পরবর্তীতে তিনি ২২ নভেম্বর জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তা, দিনাজপুরে লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোছাঃ বিউটি আক্তার বলেন, "আমি কুয়েত থেকে ফিরে এসে স্বামীর বাড়িতে শান্তিপূর্ণ জীবন কাটাতে চাই, কিন্তু আমার প্রতিপক্ষরা কোনভাবেই স্বামীর জমি ফেরত দিচ্ছে না।" তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানান।