রংপুরে বকুলতলা মাদ্রাসার ছাত্রকে হত্যার অভিযোগ
রংপুর নগরীর গনেশপুর বকুলতলা জান্নাত বাগ হাফেজিয়া মাদ্রাসার ৮ বছরের শিশুকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর। এঘটনায় তদন্তে নেমেছে সিআইডি ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। নিহত সিয়াম মিঠাপুকুর উপজেলার জায়গির বালারহাট এলাকার কাঠমিস্ত্রী ভুট্টু মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিয়মিত ক্লাস চলাকালীন সময়ে অত্র মাদ্রাসার শিক্ষক- ছাত্র সিয়ামকে দেখতে না পেয়ে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে আব্দুর রহমান ওরফে আবদুল্লাহ নামের এক শিক্ষক মৃত সিয়ামকে মাদ্রাসার সদ্য নির্মিত ৩ তলার পরিত্যক্ত রুমে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই রাতেই নিহত সিয়ামের বাবা ভুট্টু মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সন্তানহারা পিতা ভুট্টু মিয়া প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার দুপুরেই সিয়ামের সাথে মোবাইল ফোনে কথা হয়। সে শুক্রবার সকালেই বাড়িতে ছুটি নিয়ে ফিরবে। তার জন্য মাংস কিনে রাখছে তার মা,আর সেই ছেলে এখন মেডিকেলের মর্গে রয়েছে। আমার সেই অবুঝ সন্তানকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট আকুতি জানান তিনি। এঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে রংপুর সিআইডি ও মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহত সিয়ামকে বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তবে আসামি সনাক্তের বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ পর্যন্ত সন্দেহমূলক ভাবে আব্দুর রহমান ওরফে আবদুল্লাহসহ ৫ জনকে আটক করেছি, প্রাথমিক ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিঘ্রই প্রকৃত ঘটনার সত্যতা উন্মোচন করা হবে।