প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪ ২৩:৫৯

গঙ্গাচড়ায় হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উপজেলা সংবাদদাতা, গঙ্গাচড়া, রংপুরঃ
গঙ্গাচড়ায় হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে জিরো পয়েন্টে একটি পথসভায় শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,” “সারজিস-হাসনাতের ওপর হামলা কেন, জবাব চাই,” “ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও,” “উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না”—এমন বিভিন্ন স্লোগান দেয়।

পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া শাখার নেতা আলী আল রাদিত রাসান বলেন, “হাসিনার বিরুদ্ধে লড়াইরত ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে সংহতি সপ্তাহ পালন চলছে। এরই মধ্যে হাসনাত ও সারজিসের গাড়ি বহরে ট্রাক দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল। দীর্ঘ আন্দোলনের পর হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলেও ভারতীয় ষড়যন্ত্র থেমে নেই। ভারতের প্রভাব রুখতে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।”

শিক্ষা আন্দোলনের নেতা শাহজালাল শ্রাবণ বলেন, “আমাদের মনে রাখতে হবে, ইসকন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। জুলাই বিপ্লবে আমরা সব ধর্মের মানুষ মিলে স্বৈরাচার সরিয়েছি। এখন একসঙ্গে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা ভারতের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তাদের কেন হুমকির মুখে পড়তে হবে? আমরা সরকারের কাছে ইসকনের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সরকার ব্যর্থ হলে ছাত্র সমাজ সেই দায়িত্ব হাতে নেবে।”

তিনি আরও বলেন, “হাসনাত ও সারজিসের ওপর হামলা আমাদের দমানোর কৌশল হতে পারে না। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।”

উপরে