প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৭

নাটোরে তারুণ্যের ভাবনায়"আগামীর বাংলাদেশ "শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে তারুণ্যের ভাবনায়
নাটোরের বাগাতিপাড়ায়  ৩০ জন তরুণ তরুণীদের নিয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপি বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ হল রুমে সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলার শাখার সভাপতি মোঃ আতাউর রহমান অমি'র সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন। এসময় তাদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন সমস্য এবং প্রতিকার নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
 অনুষ্ঠিত সেমিনারে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বিপলব হোসেন  এবং জনসংযোগ কর্মকর্তা মোঃ আহসান হাবিব তোহা।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ সজল আলী, কমিটি মেম্বার মোঃ নাহিদ হাসান, মোঃ সাব্বির হোসেন, মোঃ নাসিম আলী প্রমূখ। 
সব শেষে সেমিনারে অংশগ্রহণ কারীদের মাঝে  সনদপত্র বিতরণ করা হয়।
উপরে