স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল স্থাপনে প্রাইম ব্যাংক ও ফুটস্টেপ বাংলাদেশের চুক্তি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি এবং সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফুটস্টেপ বাংলাদেশ, চট্টগ্রামের ৮টি সরকারি স্কুলে পানি পরিশোধন ফিল্টার এবং কক্সবাজারের জেলে পল্লীর ১০০টি ঘরে সোলার প্যানেল স্থাপন করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উদ্যোগটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
সিএসআর উদ্যোগে টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান বলেন,
"নিরাপদ খাবার পানি ও নবায়ণযোগ্য জ্বালানি নিশ্চিত করার মাধ্যমে আমরা টেকসই উন্নয়নকে উৎসাহিত করছি। আমাদের ব্যাংক সব সময়ই সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে যেসব মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ, তাদের সহায়তায় এগিয়ে আসে।"
এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির সুবিধা পাবে এবং কক্সবাজারের জেলে পরিবারগুলো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবে।
উল্লেখযোগ্য প্রভাব
ফুটস্টেপ বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ব্যাংকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে এই ধরনের প্রকল্প চালু রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।