প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:৫০

পুণ্ড্র ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণ মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
পুণ্ড্র ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণ মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে ন্যূনতম জিপিএ-৪.৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ১ ডিসেম্বর, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের স্মারক দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং গেস্ট অব অনার
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
"জীবনে বড় হতে হলে মেধার পাশাপাশি পরিশ্রমও অত্যন্ত জরুরি।"

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগে সতর্ক থাকার পরামর্শ দেন।

বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান ড. মতিউর রহমান পিএইচডি এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এবং সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলম।

অন্য অতিথিদের উপস্থিতি ও শিক্ষার্থীদের অভিভাষণ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস-এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, কৃষিবিদ আসাদুর রহমান এবং সৈয়দ আলী আহম্মেদ কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন।
মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ আলী আহম্মেদ কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছা. সাদিয়া আফরিন ও মো. নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অন্য ব্যক্তিরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সমন্বয়ক মো. খোরশেদ আলম, পুণ্ড্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, গণচিত্র পত্রিকার সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, এবং বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

উপরে