আদমদীঘিতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যু ফান্ডের অর্থ প্রদান
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা বেবী ট্যাক্সি, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মৃত্যু ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী ও পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, জুয়েল হোসেন, শাহিন হোসেন এবং হাসান আলী।
আলোচনা সভা শেষে সম্প্রতি প্রয়াত সিএনজি চালক ফারুক হোসেনের স্ত্রীকে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ হস্তান্তর করেন প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু।
এই উদ্যোগ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা পালন করছে।