প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৬

রংপুরে টাকা আত্মসাৎয়ের অভিযোগে এনজিওর ভুক্তভোগী সদস্যদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ
রংপুরে টাকা আত্মসাৎয়ের অভিযোগে এনজিওর ভুক্তভোগী সদস্যদের মানববন্ধন

রংপুর মডেল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এনজিও কর্তৃক ভুক্তভোগী গ্রাহক সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহক সদস্য ও এলাকাবাসী। গতকাল (২ ডিসেম্বর) সোমবার সকালে নগরীর গণেশপুর এলাকায় সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী গ্রাহক সদস্য জাহেদা বেগম, সাহেরা খাতুন, ইয়াছমিন বেগম। তারা বলেন, "আমরা নিরুপায় হয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। রংপুর মডেল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এনজিও আমাদের কাছে বেশি মুনাফার আশ্বাস দিয়ে এককালীন নগদ ১ লাখ থেকে ৫ লাখ টাকা করে নিয়েছে। এছাড়া, ঋণ দেওয়ার কথা বলে কারো কাছে মাসিক ও কারো কাছে সাপ্তাহিকভাবে ৪ বছরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।"

সদস্যরা ঋণ না পেয়ে সঞ্চয়ের জমানো টাকা ফেরত চাইতে গেলে পরিচালক আহসানুল হকের স্ত্রী ময়না বেগম বিভিন্ন মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেন। ভুক্তভোগীরা আরও বলেন, "এই পরিচালক আহসানুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন না।"

এ বিষয়ে ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজু বলেন, "এই এনজিও দিয়ে সে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বাড়ির সামনে প্রায় সময়ই লোকজন ভিড় দেখা যায়। এই এনজিওর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অনেকেই পথে বসেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"

উপরে