প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬

নাটোরের সিংড়ায় যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ টাকার অবৈধ মৎস্য জাল জব্দ

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ টাকার অবৈধ মৎস্য জাল জব্দ
 নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন ও শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা এলাকায় মৎস অফিসার ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০ হাজার টাকার সূতি জাল,নেট জাল ও চায়না জাল উচ্ছেদ করা হয়।
জানা যায়,  সূতি জাল,নেট জাল ও চায়না জাল দিয়ে মাছ ধরার পরিপেক্ষিতে  মৎস অফিসার মোবাইল কোড পরিচালনা করেন। 
৩ ডিসেম্বর (সোমবার ) বেলা এগারোটা হতে   বিকেল তিনটা  পর্যন্ত  বাংলাদেশ সেনাবাহিনী ও মৎস অফিসার যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার  টাকার অবৈধ সূতি জাল,নেট জাল ও চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়। ও আনুমানিক ৩০ কেজি বিভিন্ন ধরনের মাছ উদ্ধার করে সিংড়া উপজেলায় সাত পুকুড়িয়া বদিরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসা, দমদমা আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসাসহ মোট তিনটি হাফেজিয়া কওমি (এতিমখানা) মাদ্রাসায় মাছগুলো বন্টন করা হয়। 
এর আগে গতকাল ২ ডিসেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইটালী ইউনিয়ন ও চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লক্ষ টাকার সূতি জাল,নেট জাল ও চায়না জাল উচ্ছেদ করে আগুনে পুড়িয়ে দেয় যৌথ বাহিনী। 
জনসার্থে এধরণের যৌথ বাহিনীর অভিযান অব্যহত আছে।
উপরে