রংপুরে হিন্দু বাড়িতে ভাংচুর ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ড ও পীরগাছা উপজেলার হিন্দু বাড়ীতে ভাংচুর ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভ‚ক্তোভোগীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য মাহিগঞ্জ থানার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর ইসলাম রাজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সনাতনি হিন্দু ভাইদের নিয়ে সরকার এবং প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিরলস কাজ করে যাচ্ছে। ৫ই আগস্টের পরে আমাদের এই রংপুরসহ মাহিগঞ্জে এমন কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনাই, যা স¤প্রীতি নষ্ট হবার কারণ হয়। তিনি বলেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ তার অফিসারদের দিয়ে পরপর দুইবার তদন্ত করেন তারা ঘটনাস্থল পরিদর্শনকালে চাক্ষস দেখতে পান বাড়িঘর ভাঙচুর বা কোন ধরনের ক্ষতিসাধন এমন কোনো ঘটনা ঘটেনি। প্রশাসনের কাছে এই অসত্য সংবাদ পরিবেশনে যারা সহয়তা করেছেন তাঁরা এই সমাজের শত্রæ, জাতির শত্রæ তাদেরকে তদন্তপূর্বক সনাক্ত করে আইনের আওতায় আনার বিশেষ অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে মাহিগঞ্জ হিন্দু স¤প্রদায়ের অন্যতম ব্যক্তিত্ব পরেশনাথ মন্দিরের সভাপতি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সোমানী, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব শামিম, সিনিয়র সহ-সভাপতি খাইরুল আজাদ রমজান, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির অন্যতম সদস্য ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য এবং সাংস্কৃতিক অঙ্গনের সাজিদ হাসান লিটন, শ্রী লিটন বর্মন, ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।