প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫
আ'লীগের ১৫ বছরে নাটোরে সকল হত্যার বিচার করা হবে - ছাত্র নেতা সুজনের স্মরন সভায় - দুলু
নাটোর জেলা সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আ'লীগ গত ১৫ বছর বাংলাদেকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। নাটোরে ছাত্রনেতা সুজন কে নির্মমভাবে খুন করেছে। বহু নেতা কর্মীকে হত্যার উদ্দেশ্যে পঙ্গু করে দেয়া হয়েছে। নাটোরের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তিনি বলেন, আগামীতে তারের রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে নাটোরের মানুষকে শান্তি দিব, নাটোরে উন্নয়ন দিব, এই নাটোর কে আমি শান্তির শহর বানাবো।নাটোরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এই নাটোরের মাটি দিয়ে গ্যাসের লাইন গেলেও নাটোরের মানুষ গ্যাস পায় নাই। তাই নাটোরের মানুষকে গ্যাসের ব্যবস্থা করে দিব।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নাটোর শহরের বাস মালিক সমিতির সামনে আয়োজিত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুজনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে হরতাল চলাকালে পিকেটিং করার সময় আওয়ামীলীগের নেতা-কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অন্য এক প্রসঙ্গে দুলু বলেন, স্বাধীনতার পর যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা ভালো অবস্থানে ও নিরাপদে আছেন। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উষ্কানি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বসবাস করছে। তিনি বলেন বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমি নিয়ে কোন ষড়যন্ত্র হলে সকলে মিলে রুখে দেওয়া হবে। তাই স্বাধীনতা ও স্ব সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দুলু বলেন, ছাত্রনেতা সুজনের পরিবার থানায় মামলা দিতে গেলে মামলা নেয়া হয়নি। তিনি সুজন হত্যাকান্ডের সাথে জড়িত নাটোরের সাবেক অবৈধ এমপি শফিকুল ইসলাম শিমুল ও এহিয়া চৌধুরীসহ সকল সহযোগীদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হবে। স্মরন সভায় তিনি এই নৃশংস হত্যা ঘটনার তীব্র নিন্দা জানান।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতের আগরতলার ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের হাইকমিশনের কার্যালয় ভাংচুর এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে ফেলার ঘটনায় ভারতে পালিয়ে থাকা আওয়ামী দোসরদের যোগসাজশ রয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় সুজন হত্যার স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।