প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮

রাণীনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ
রাণীনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার বীজ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ কেজি করে বীজ পাবেন।

উপরে