প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৫৮

তাড়াশের ইউএনও একাই চার দায়িত্বে, চাপের মাঝেও সেবা অব্যাহত

উপজেলা সংবাদদাতা, তাড়াশ, সিরাজগঞ্জঃ
তাড়াশের ইউএনও একাই চার দায়িত্বে, চাপের মাঝেও সেবা অব্যাহত
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা। ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বর্তমানে একাই চারটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ৫ আগস্ট সরকারের পদক্ষেপের পর উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয় এবং এরপর উপজেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও সুইচিং মং মারমা। তিনি উক্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছিলেন। একই সময়ে, পৌর মেয়রকে অপসারণ করা হলে পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান। তিনি দুই দায়িত্ব একসাথে পালন করছিলেন। কিন্তু ২৮ নভেম্বর সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান ভূমি মন্ত্রণালয়ের অধীনে দেড় মাসের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণে যান, ফলে সেই দুই দপ্তরের দায়িত্বও ইউএনও সুইচিং মং মারমার কাঁধে এসে পড়ে। এতে করে তাড়াশের ইউএনওকে একাই চারটি দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা নিতে আসা পৌর সদরের মাবিয়া খাতুন মিম, সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামের তানিয়া খাতুন, তাড়াশ সদর ইউনিয়নের শফিকুল ইসলামসহ একাধিক সেবা প্রত্যাশী জানান, ইউএনও একাধিক পদে দায়িত্ব পালন করলেও তাদের সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না।

এ প্রসঙ্গে ইউএনও সুইচিং মং মারমা বলেন, “নিয়মাতান্ত্রিকভাবেই গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব আমার উপর পড়েছে। প্রতিটি দপ্তরের দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। যদিও আমার জন্য এটি অনেক বড় চাপ, তবে সরকারী বিধান পালন করতে হচ্ছে। প্রশিক্ষণ শেষে সহকারী কমিশনার (ভুমি) যোগদান করলে দায়িত্ব কিছুটা কমে যাবে।”

উপরে