প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪২

কলাপাড়ায় পৌর কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, আদালতে মামলা

উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী
কলাপাড়ায় পৌর কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, আদালতে মামলা
কলাপাড়া পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল আকনের পা ভেঙে দেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে তার মা। 
 
বুধবার (৪ ডিসেম্বর) মোঃ কামাল আকনের মা মোসাঃ সুফিয়া (৬০) বাদী হয়ে অভিযুক্ত মোঃ ওলু জোমাদ্দার (৪৮), অনিক জোমাদ্দার (২০), মোঃ রোমান জোমাদ্দার (২৫), মোঃ ইরশাদুল (২৫), মোঃ অন্তর (২০), কিশোর (২১), হাসিব (২৩) কে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, গত ৩০ নভেম্বর কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কামাল হোসেনের ভাই এবং ফেরিঘাট সংলগ্ন দোকানি ওলু'র ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের অভিভাবক কামাল ও ওলু উপস্থিত হয়, এতে দুই পক্ষের মারামারি হয়, একপর্যায়ে ওলু ও তার ছেলে সহ ১০/১২ জন কামাল খান ও তার মা সুফিয়া বেগম, ভাই মোঃ হাসান কে লোহার রডের পাইপ দিয়ে আঘাত করে কামাল আকনের পা ভেঙ্গে দেয়।এদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে, তবে আহত কামাল আকন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
উপরে