চারঘাটে বিএসটিআই’র অভিযানে নকল কসমেটিকস উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল কসমেটিকস উৎপাদন ও বিক্রয়ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য ও লেবেল ধ্বংস করা হয়।
চারঘাট বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে জিয়া প্রসাধনী নামে একটি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানসনদ ছাড়াই স্যানিটারি ন্যাপকিন, স্কিন ক্রিম ও স্কিন লোশন উৎপাদন ও বিক্রি করছিল। একইসঙ্গে তারা অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বাজারজাত করত। অভিযানে প্রতিষ্ঠানটির প্রায় ৪,০০০ পিস নকল পণ্য এবং ৫,০০০ পিস লেবেল ধ্বংস করা হয়।
অন্যদিকে, রিয়া-রোশনী এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি নকল স্কিন ক্রিম, স্কিন লোশন ও হেয়ার অয়েল বিক্রয় করছিল এবং মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করছিল। অভিযানে প্রতিষ্ঠানটির ২,০০০ পিস নকল পণ্য ধ্বংস করা হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর প্রকৌশলী জুনায়েদ আহমেদের উপস্থিতিতে চারঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন চারঘাটের উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা।
বিএসটিআই জানিয়েছে, নকল পণ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে তারা সবসময় সচেষ্ট থাকবে। - খবর বিজ্ঞপ্তির