প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫০
সৈয়দপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
নীলফামারী জেলা সংবাদদাতাঃ
নীলফামারীর সৈয়দপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় উপজেলা কার্যালয়ে ফিরে মানববন্ধনে অংশ নেয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী, জয়িতা হোসনে আরা লিপি এবং কিশোর-কিশোরী ক্লাবের সংগীত বিষয়ক সম্পাদক রেহানা পারভীন বিথী।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি বলেন, "নারি-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি"—এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।
আয়োজনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।