শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাকিল আহমেদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার শেরপুর-নন্দিগ্রাম রোডের কেল্লা মেলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাকিল আহমেদ উপজেলার কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে । তিনি শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো।
এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে শেরপুর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাকিল। একপর্যায়ে কেল্লা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি থেকে তিনি পড়ে গেলে গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে শেরপুর উপজেলা সাস্থ কেন্দ্রে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রাহমান হাসপাতালে নেওয়ার পথেই তার মিত্যু হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।