প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৪ ২০:১৬

নাটোরের লালপুরে অর্থনৈতিক শুমারি '২৪ এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের লালপুরে অর্থনৈতিক শুমারি '২৪ এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু
১০ থেকে ২৬ ডিসেম্বর '২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারির এবারের স্লোগান " অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন"। এরই ধারাবাহিকতায় নাটোরের লালপুরে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। এরপর প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণদের মাধ্যমে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ চলাকালীন সময়ে এটি পরিদর্শন করেন জেলা শুমারি সমন্বয়কারী মোছাঃ রেহানা পারভীন লিপি,উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ আলতাবুর রহমান, পৌর শুমারি কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, এবং জোনাল অফিসার সুশান্ত কুমার শীল। অর্থনৈতিক শুমারির আওতায় দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ড সংবলিত সকল খানা এবং প্রাতিষ্ঠানিক কৃষি খামার থাকবে। 
প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকান্ড, আয়-ব্যয়, কর্মী সংখা, তাদের  সুযোগ সুবিধা, কর প্রদানসহ এই শুমারিতে ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
উপরে