প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৫

মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নওগাঁ সংবাদদাতাঃ
মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
 নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটো রিকসা চালক সেলিম হোসেন (২৫) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার মহাদেবপুর-মাতাজিহাট সড়কের জোয়ানপুর বিহার এলাকার রাস্তার পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন উপজেলার আলীদেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়,গত ৫ ডিসেম্বর সেলিম তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসে। ওইদিন সে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি এবং মাইকিং করে তাকে না পেয়ে ৮ ডিসেম্বর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে মহাদেবপুর-মাতাজি আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা পঁচা দুর্গন্ধ পেয়ে খোঁজা খুজির এক পর্যায়ে রাস্তার পাশের ওই পুকুরে অর্ধগলিত ভাসমান লাশটি দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই লাশটি উদ্ধার করে। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, ওই রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে