প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৩৪

শাজাহানপুরে হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, শাজাহানপুর, বগুড়াঃ
শাজাহানপুরে হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
বগুড়ার শাহাজানপুরে স্কুল ছাত্র সাকিব হত্যা মামলার আসামি কতৃক বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের প্রতিবাদ ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায়  উপজেলার গোহাইল ইউনিয়নের (রংপুর- রাজশাহী মহাসড়কের) টেংগামাগুর এলাকায় মানববন্ধন করে।
 
মানববন্ধনে বক্তব্য মামলার বাদী নিহত সাকিবের মা আছমা খাতুন বলেন, আমার ছেলেকে হত্যার ২ বছর পেরিয়ে গেলেও আজও মামলার ১নং আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো সে আমাকে ও আমার মামলার সাক্ষীদেরকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশা নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধনে আসামিদের ফাঁসির দাবি জানাই।
 
উল্লেখ্য,এর আগে ২০২২ সালের ৩১অক্টোম্বর বগুড়া হতে বাড়ি ফেরার পথে নির্মম ভাবে আঘাত প্রাপ্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সাকিব মৃত্যু বরন করেন।
উপরে