প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:৪৩

নাটোরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিলমারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (৩৬),  আড়বাব ইউনিয়নের ৭ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন (৫৪), কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুক্তাদুর (৩৫), বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি আলী (২৮)।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, নিয়মিত মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার রহিমপুর, চাঁদপুর ও কচুয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
উপরে