স্কুল পুকুরের মাছ চুরির মামলায় আওয়ামী লীগের সাতজন আটক
নাটোরের বড়াইগ্রামের পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির অভিযোগে স্থানীয়রা আওয়ামী লীগের সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় মাছ ধরার জাল এবং একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসলেম উদ্দিনের নেতৃত্বে একটি দল পারকোল উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ৫০ শতকের পুকুরে মাছ চুরির পরিকল্পনা করে। পুকুরটিতে প্রায় ৫০ লাখ টাকার মাছ ছিল। পরিকল্পনা অনুযায়ী মাছ পরিবহনের জন্য ভ্যান, ট্রাক এবং জাল নিয়ে ১০-১২ জন মৎস্যজীবিসহ মোট ২০-২২ জনের একটি দল মাছ ধরতে আসে।
এ সময় স্কুলের নাইটগার্ড আমজাদ হোসেন তাদের দেখে চিৎকার শুরু করলে গ্রামবাসী দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে যায়। বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা পাঁচজন মৎস্যজীবিসহ মোট সাতজনকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার পর বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম ওরফে নয়ন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত মসলেম উদ্দিন ও ইসলাম আনোয়ারের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তাদের এলাকায় পাওয়া না যাওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া পারকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।”