প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪ ২৩:৫৭

দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তিঃ
দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে দোআঁশ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যায় গাবতলী শহীদ মিনার সংলগ্ন দোআঁশ পাবলিক লাইব্রেরীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কবি ওয়ায়েজ রেজা। সভার সভাপতিত্ব করেন দোআঁশ পাবলিক লাইব্রেরীর সভাপতি কবি ইসলাম রফিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাশেম আলী, মোঃ নিজামুল হক, কবি আমিনুল ইসলাম রনজু, পবিত্র প্রামাণিক, মোঃ ইয়াছিন আলী ও মেহেদী হাসান।

বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, জ্ঞানভিত্তিক একটি মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে প্রত্যেক অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ছেলে-মেয়েদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে।

উপরে