প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:১৭

বুড়িমারী থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে হাতীবান্ধায় রেল ও সড়ক অবরোধ

লালমনিরহাট জেলা সংবাদদাতাঃ
বুড়িমারী থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে হাতীবান্ধায় রেল ও সড়ক অবরোধ

বুড়িমারী থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী স্টেশন থেকে চালুর দাবিতে হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। এই অবরোধের ফলে বুড়িমারী-লালমনিরহাটের প্রায় ১০০ কিলোমিটার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ট্রেনটির নাম ‘বুড়িমারী এক্সপ্রেস’ হলেও এটি চালু হয়েছে লালমনিরহাট জেলা শহর থেকে। ফলে জেলার অন্যান্য উপজেলার মানুষজন বৈষম্যের শিকার হচ্ছেন।

অবরোধে অংশ নেওয়া জনগণ হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরাসরি বুড়িমারী স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন চালুর জোর দাবি জানান।

উপরে