প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:২১

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জিম্মি করে রাখা হয়ে ছিল- সামসুজ্জামান সামু

জালাল উদ্দিন, রংপুরঃ
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে  জিম্মি করে রাখা হয়ে ছিল- সামসুজ্জামান সামু

 রংপুর মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামু বলেছেন, দীর্ঘদিন ধরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও রংপুর জেলা মটর মালিক সমিতি এই দুইটা সংগঠনকে জিম্মি করে রাখা হয়ে ছিল। আমরা চাই সেই মটর শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রিত হোক মটর শ্রমিকদের দ্বারা, মটর শ্রমিকের যারা সদস্য তাদের মনোনীত প্রার্থী দ্বারা। একইভাবে রংপুর জেলা মটর মালিক সমিতি সাধারণ মটর মালিক যারা আছে তাদের দ্বারা। সোমবার  দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনারা দেখেছেন বিগত ১৫ বছর বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে, একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম নষ্ট সার্বভৌমত্ব নষ্ট করে বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আজকে যার জন্য সেই দেশটা কিন্তু সেই দলের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে। অনুষ্ঠানে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন, রংপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য আব্দুস সালাম, আব্দুল খালেক, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম, জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর মহানগর শাখার যূগ্ম আহবায়ক জোনাঈদ হোসেন অনিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাদিবুজ্জামান শাহীন, শ্রমিক নেতা মোঃ মশিয়ার রহমান,  রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান, সাজ্জাদ হোসেন চৌধুরী সুজন, জাহিদুল ইসলাম, ওয়ারেছ আলী, সুর আলম সিদ্দিকী ও রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

উপরে