প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:২৫

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ

এ এম, মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে গত ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় সঞ্চালন লাইন সংস্থাপনের কাজের জন্য এই বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা জানান, আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

উল্লেখ্য, পায়রার পাশেই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসার কথা রয়েছে। পাশের আমতলী উপজেলায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন-আউট সংস্থাপনের কাজের জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

উপরে