প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:২৩

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট। দেশের ব্যবসায়িক নেতৃত্ব এবং উদ্ভাবনী ক্ষমতাকে স্বীকৃতি জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।

ইউনাইটেড গ্রুপের সৌজন্যে এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এর সঞ্চালনায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সম্পৃক্ততায় এই আয়োজনটি সম্পন্ন হয়। এ বছর ২৪টি বিভাগে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশের ব্যবসায়িক খাতের বৈচিত্র্য এবং গতিশীলতাকে তুলে ধরতে ৩৩টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা বোর্ড মনোনয়নগুলো বিশ্লেষণ করে বিজয়ীদের চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

সি-স্যুট অ্যাওয়ার্ডসের আগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ৮ম লিডারশিপ সামিট। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল "ইনোভেট, ইন্সপায়ার, লিড: দ্য পাথ টু ৫x গ্রোথ"। সামিটের উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভাবন এবং নেতৃত্ব শুধু আকাঙ্ক্ষা নয়, প্রয়োজন। লিডারশিপ সামিট এবং বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ সেই সাহসী স্বপ্নদর্শীদের উদযাপন করে, যারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে অনুপ্রাণিত করার পাশাপাশি পরিবর্তনের অগ্রভাগে থাকা ব্যক্তিদের সম্মান জানাই। একসাথে আমরা উদ্ভাবন এবং সততার মাধ্যমে নেতৃত্ব দিতে পারি এবং জাতির জন্য টেকসই ও রূপান্তরকারী প্রবৃদ্ধির পথ তৈরি করতে পারি।”

সামিটে দুটি কি-নোট সেশন এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম কি-নোট সেশনটি পরিচালনা করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পাশা মাহমুদ। প্যানেল আলোচনা "বিজনেস ৫x: আনলকিং এক্সপোনেনশিয়াল গ্রোথ অপারচুনিটিস" পরিচালনা করেন শেহজাদ মুনিম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, লিনডে বাংলাদেশ লিমিটেড এবং মেন্টর, লিডারশিপ একাডেমি। আলোচনায় অংশ নেন সৈয়দ মাহবুবুর রহমান, সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; আব্দুল্লাহ হিল রাকিব, ম্যানেজিং ডিরেক্টর টিম গ্রুপ; হাসান জাফর চৌধুরী, সিওও বিএসআরএম; এবং মুনাওয়ার মিসবাহ মঈন, গ্রুপ ডিরেক্টর রহিমআফরোজ বাংলাদেশ। দ্বিতীয় কি-নোট সেশনটি উপস্থাপন করেন টেরি (তারিন) আনোয়ার, প্রেসিডেন্ট এবং সিইও জে গেইনস অ্যান্ড কোম্পানি।

সামিটের আলোচনায় নেতৃত্বের চ্যালেঞ্জ, টেকসই প্রবৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স এবং সাংগঠনিক সংস্কৃতির উন্নয়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান শ্রোতাদের অনুপ্রাণিত করে।

৮ম লিডারশিপ সামিট এবং ৩য় সি-স্যুট অ্যাওয়ার্ডস আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ইউনাইটেড গ্রুপ। নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি), একাডেমিক পার্টনার বিবিএফ একাডেমি, টেকনোলজি পার্টনার ছিল আমরা টেকনোলজিস লিমিটেড, এবং পিআর পার্টনার হিসেবে যুক্ত ছিল ব্যাকপেজ পিআর।

এই আয়োজন দেশের ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাধারাকে নতুন মাত্রায় উন্নীত করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

উপরে