প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৩

নাটোরের নলডাঙ্গায় শিয়ালের কাঁমড়ে দুইজন আহত

নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গায় শিয়ালের কাঁমড়ে দুইজন আহত
নাটোরের নলডাঙ্গায় শিয়ালের কাঁমড়ে দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
আহতদের স্বজনরা জানান, বাঁশিলা কাশারিপাড়া গ্রামের কৃষক শরৎচন্দ্র দাস(৭০) সকালে  নিজ বাড়িতে বসে শীতের রোদ পোহাচ্ছিলেন। এসময় হঠাৎ শিয়াল আক্রমণ করে শরীরের বিভিন্ন অংশে কাঁমড়িয়ে জখম করে। এসময় শরৎ চন্দ্রকে উদ্ধার করতে আসা ফিরোজ(৪০) নামের আরেক জনকে আক্রমন করে শরীরের বিভিন্ন অংশে কাঁমড়িয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। 
এলাকাবাসী বলছে, এলাকায় হঠাৎ শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন এলাকাবাসী। নাটোর সদর হাসপাতালের আর এমও কামাল হোসেন ভূইয়া বলেন,আহতদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ভর্তি  রাখা হয়েছে ।
উপরে