প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪ ২৩:১১
নাটোরে হালতি বিলে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি আনুমানিক(৩৫) বছর বয়সের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানীয়রা হালতি বিল এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পরে থাকতে দেখতে পেয়ে, নলডাঙ্গা থানা পুলিশকে জানায় । খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা মাধনগর ইউনিয়নের হালতি বিলের মাঝ খানে ঢালাই রাস্তার পার্শে একটি মরদেহ পড়ে থাকতে দেখলে পুলিশকে খরব দেয় স্থানীয়রা, পরে লাশটি উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। মরদেহটির মুখ মন্ডল ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। কে বা কাহারা ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।