প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪ ২৩:৩৭

ধুনটে সরকারি জলমহাল সাব লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ
ধুনটে সরকারি জলমহাল সাব লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বগুড়ার ধুনটে রুদ্রবাড়িয়া গ্রামে প্রকৃত মৎস্যজীবিদের বাদ দিয়ে সরকারি জলমহাল সাব লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। ছবি- সংবাদদাতা

বগুড়ার ধুনটে রুদ্রবাড়িয়া গ্রামে প্রকৃত মৎস্যজীবিদের বাদ দিয়ে সরকারি জলমহাল আওয়ামীলীগের নেতাকর্মীদের সাব লিজ দেওয়ার প্রতিবাদে এবং লিজ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় রুদ্রবাড়িয়া প্রামানিকপাড়া এলাকায় ওই মানববন্ধন কর্মসূচিত পালিত হয়।

এবিষয়ে রুদ্রবাড়িয়া গ্রামের বাসিন্দা ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি গ্রামের সুনিল হাওয়ালদার নামে এক ব্যক্তি চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের সরকারি জলমহালটি এক বছর আগে ইজারা নেয়। কিন্তু সুনিল ওই এলাকার প্রকৃত সংখ্যালঘু মৎস্যজীবিদের বাদ দিয়ে আওয়ামীলীগের ক্যাডার রুদ্রবাড়িয়া গ্রামের প্রদীপের কাছে জলমহালটি সাব লিজ প্রদান করেন। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত।

তাই এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে জলমহালটির লিজ বাতিল করে প্রকৃত মৎস্যজীবিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। 

মাবনবন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন রুব্রদবাড়িয়া গ্রামের বাসিন্দা ডা: আনোয়ার হোসেন, মদন কুমার দাস, মজিবর রহমান, আলতাফ হোসেন প্রমূখ। 

 

উপরে