প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:৫৫

তারেক জিয়ার নির্দেশিত পথেই আমাদের চলতে হবে- স. ম. আফসার

তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা:
তারেক জিয়ার নির্দেশিত পথেই আমাদের চলতে হবে- স. ম. আফসার

দেশের জনগণ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথের সম্পর্ক গড়ে তুলতে হবে। তারেক জিয়ার নির্দেশিত পথেই আমাদের চলতে হবে। 

 
শুক্রবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাড়াশ উপজেলা শাখার সভাপতি স. ম. আফসার আলী। 
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদান রাখায় এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিল কর্তৃক লিডারশীপ অ্যাওয়ার্ড পাওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। 
উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের ঘরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন মাগুড়াবিনোদ ইউনিয়ন বিএনপি।
সংবর্ধনা অনুষ্ঠানে বাহাদুর হোসেন পলানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সহ- সভাপতি গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুবদল আহবায়ক এফএম শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, মাগুড়াবিনোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমূখ।
উপরে